১৭নং ডেঙ্গুরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত।বিদ্যালয়টি তাতুয়াকান্দা গ্রামে অবস্থিয়। নয়নাবাদ ব্রীজ পর্যন্ত কাচা রাস্তা। নয়নাবাদ বাজার হতে পাকা রাস্তা হয়ে আড়াইহাজার উপজেলা সংযুক্ত। তাই খুব সহজেই তাতুয়াকান্দা এবং খাগকান্দা ইউনিয়নের মানুষ উপজেলার পাশাপাশি শহরে যাতায়ত করতে পারেন। শহরের তথা দেশের যে কোন প্রান্তে যাতায়াত করা যায়। নদী বেস্টিত গ্রাম বিদায় গ্রামের মানুষ নদী পথেও যাতায়ত করতে পারে। গ্রামের ভিতরে দিয়ে আছে ছোট ছোট পাকা ও কাচারাস্তা যা দিয়ে অত্র ইউনিয়নের মানুষ সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস