১৫নংডোমারচরসরকারী প্রাথমিক বিদ্যালয়টি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়ে দ্বিকক্ষ বিশিষ্ট ১টি সহ আর ২টি ভবন আছে। বিদ্যালয়ে ৩৯৪ জন ছাত্র ছাত্রী সহ ৮ জন সহকারী শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে প্রধান শিক্ষকের পদ শুন্য। ফুলের বাগান সহ একটি খেলার মাঠ আছে।
গ্রামের লোকজনকে শিক্ষার প্রতি আগ্রহ জন্মাতে বিশিষ্ট ব্যাক্তি জনাব মোঃ এজারুল হক সাহেবের তার নিজস্ব ৩৩শতাংশ জমির উপর ১৯৩৮ সালে ৭৮নংমোহনপুরসরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। অত্র এলাকার বিশিষ্ট রাজনীতি বিদ মরহুম সামসুল হক সাহেবের (প্রাক্তন সংসদ সদস্য) সহযোগীতা ১৯৭৩সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়। বর্তমানে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল হক ও অন্যান্য সদস্যদের সুযোগ্য পরিচালনায় বিদ্যালয়টি আরও ভাল ফলাফল করে জেলা ১ম স্থান অধিকার করার স্বপ্নে বিভোর। বিদ্যালয়টির চাত্র ছাত্রী সংখ্যা ৩৯৪ জন। বর্তমানে আমিনা বেগম সন্মানের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ও তার সহযোগীদের প্রচেষ্ঠায়প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার মানউন্নতির দিকে এগিয়েনেয়া চেষ্টা করছেন।
নং | সদস্যগনের নাম | কোন শেনী ভুক্ত সদস্য | মোবাইল নং | কমিটিতে পদবী |
১ | মোঃ আনোয়ারুল হক | দাতা সদস্য |
| সভাপতি |
২ | মোঃ জলিল খন্দকার | শিক্ষানুরাগী |
| সহ-সভাপতি |
৩ | মমতাজ বেগম | শিক্ষানুরাগী |
| সদস্য |
৪ | আব্বাছ মিয়া | সাধারন অভিবাবক |
| সদস্য |
৫ | মোঃ ফজলুল হক | ওয়ার্ড মেম্বার |
| সদস্য |
৬ | আঃ বারেক | সাধারন অভিবাবক |
| সদস্য |
৭ | সালমা আক্তার | সাধারন অভিবাবক |
| সদস্য |
৮ | শাহানাজ বেগম | সাধারন অভিবাবক |
| সদস্য |
৯ | মোঃ হাসান আলী | উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পতিনিধি |
| সদস্য |
১০ | মোঃ সাইফুল ইসলাম | সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক পতিনিধি |
| সদস্য |
১১ | আমিনা বেগম | সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক |
| সদস্য সচিব |
২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
৬১% | ৯০% | ৯৬% | ১০০% | ১০০% |
সন | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
ট্যালেন্টফুল | ----------- | ----------- | ------------- | ------------- | ------------- |
সাধারন | ----------- | ----------- | ------------- | ------------- | ------------- |
২০১৩ ও ২০১৩সালে ১৫নং ডোমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় ১০০% পাশ করেছ। ২০১২সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২জন ও ২০১৩সালে ৬জন শিক্ষার্থী জি,পি,এ ৫(পাচ) অর্জন করেছে। এই প্রতিস্থানে অধায়ন করে কোমলমতি শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা প্রতিস্থানে অধায়ন করছে এবং সরকারের ভিবিন্ন দায়িত্বশীল পদে কর্মরত আছেন।
বর্তমানের বিদ্যালয়ের ফলাফলের ধারা অব্যহত রেখে শিক্ষার্থী জি,পি,এ ৫(পাচ) সহ টেলেন্টফুল বৃত্তি পাওয়ার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা । বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি করারা চেষ্টা করব।
১৫নংডোনারচরসরকারী প্রাথমিকবিদ্যালয়েরযোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত।বিদ্যালয়টি ডোমারচগ্রামেইঅবস্থিয়।বিদ্যালয়হতে পাকা রাস্তা হয়েডোমারচর বাজার হয়েউচিতপুরা বাজারের উপর দিয়ে আড়াইহাজার উপজেলা সংযুক্ত। উপজেলা শিক্ষা অফিস হইতে উচিতপুরা বাজার হয়ে ১৫নংডোমারচর সরকারী প্রাথমিকবিদ্যালয়। তাই খুব সহজেই ডোমারচরএবং খাগকান্দা ইউনিয়নের মানুষউপজেলারপাশাপাশি শহরে যাতায়ত করতে পারেন। শহরের তথা দেশের যে কোন প্রান্তেযাতায়াত করা যায়।গ্রামের পুর্ব দিক গেসে মেঘনা নদীর শাখা প্রবাহমান তাইমানুষ নদী পথেও যাতায়তকরতে পারে। গ্রামের ভিতরে দিয়ে আছে ছোট ছোট পাকা ও কাচারাস্তা যা দিয়ে অত্রইউনিয়নের মানুষ সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস