Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘‘রচনা প্রতিযোগিতা’’ ১ম পুরস্কার- ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ২য় পুরস্কার- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ৩য় পুরস্কার- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা
বিস্তারিত

 

‘‘রচনা প্রতিযোগিতা’’
রচনা প্রতিযোগিতার মাধ্যমে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর আয়োজনে এবং জনাব এ,কে,এম সেলিম ওসমান, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ এর উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ২০১৬ উপলক্ষে “ভাষা আন্দোলন ও নারায়ণগঞ্জ” বিষয়ে সেরা প্রবন্ধকার-কে খুঁজে নেয়া হবে। 
রচনার বিষয়
ভাষা আন্দোলন ও নারায়ণগঞ্জ

পুরস্কার
১ম পুরস্কার- ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা
২য় পুরস্কার- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা
৩য় পুরস্কার- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা

শর্তাবলী-
১। নারায়ণগঞ্জ সদর উপজেলা ও বন্দর উপজেলা (সিটি কর্পোরেশনসহ) যে কোন পর্যায়ের ছাত্র-ছাত্রী এ 
প্রতিযোগিতায় (স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়) অংশগ্রহণ করতে পারবেন। 
২। রচনার সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের 
ছবি সংযুক্ত করতে হবে।
৩। রচনাটি সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) শব্দের মধ্যে হতে হবে। 
৪। রচনাটি স্বহস্তে লিখিত মৌলিক রচনা হতে হবে।
৫। একজন প্রতিযোগী ১টি মাত্র রচনা জমা দিতে পারবে। 
৬। রচনার প্রথম পৃষ্ঠায় নাম, ঠিকানা (প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রোল নম্বর) ও মোবাইল স্পষ্ট অক্ষরে লিখতে 
হবে।

রচনা জমা দেয়ার স্থানঃ
১। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) এর অফিস কক্ষ (কক্ষ নং-২২২), জেলা 
প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। 
২। উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর কার্যালয়।
৩। উপজেলা নির্বাহী অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ এর কার্যালয়।

রচনা জমা দেয়ার সময়ঃ
আগামী ২২/০২/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা)।

মোঃ আনিছুর রহমান মিঞা
জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ।

 
 
ডাউনলোড