Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১১ নং খাগকান্দা ইউনিয়ন পরিষদের উন্মূক্ত বাজেট ২০২৩-২০২৪।
১১ নং খাগকান্দা ইউনিয়ন পরিষদ


 আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

   সভা নং-১৪                                                                                                                                                                                                                                                                                  তারিখঃ ২৩/০৫/২০২৩খ্রিঃ

২০২৩-২০২৪ খ্রিঃ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভার কার্য বিবরণী

অদ্য ২৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১ঃ০০টার সময় খাগকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে খাগকান্দা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আরিফুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হয়।

(সভায় ইউনিয়নের জনগনের উপস্থিতি পরিশিষ্ঠ ‘‘ক” -তে দেখানো হলো)

সভায় মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানিয়ে ২০২৩-২০২৪ খ্রিঃ অর্থ বৎসরের খসড়া বাজেট প্রসঙ্গে বাজেটে বর্ণিত বিষয় সমূহ বিস্তারিতভাবে অদ্যকার উন্মুক্ত সভায় পেশ করেন। পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেব বাজেট বক্তৃতায় ২০২২-২০২৩ খ্রিঃ অর্থ বৎসরের সংশোধিত বাজেটের সার্বিক দিক বিস্তারিত ভাবে সভায় উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। 


অপর দিকে ২০২২-২০২৩ খ্রিঃ অর্থ বৎসরের খসড়া বাজেটের বর্ণিত আয়-ব্যয়ের বিষয়/খাত সমূহের বিবরণ বিস্তারিত ভাবে সভায় উপস্থাপন করা হয়। সভাপতি সাহেব বাজেট বক্তৃতায় জানান যে, অত্র বাজেটে ১% স্থাবর সম্পতি  হস্তান্তর করের টাকা এলজিএসপি-৩ এর টকা উপজেলা রাজস্ব তহবিল হইতে প্রাপ্ত টাকা এবং ইউপি বিভিন্ন ফি, করের টাকা দ্বারা ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা, ড্রেন, স্লাব ইত্যাদি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করানো হইয়া থাকে। যাহা খাত ওয়ারী প্রস্তাবিত খসড়া বাজেটে দেখানো হয়েছে। 

মাননীয় চেয়ারম্যান সাহেব আরো জানান যে, এ বাজেটে নতুন ৯,৫০,০০০/- টাকা কর আরোপ করা হয়েছে(চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির কারণে) তবে ইউনিয়নের কোন কোন স্থানে নতুন বসতি ও নতুন শিল্প কারখানা হইলে তাহাদেরকে টেক্সের আওতায় আনা হবে বলিয়া টেক্স আদায় কিছুটা বৃধ্দি দেখানো হয়েছে। 

ইহা ছাড়াও ২০২৩-২০২৪ খ্রিঃ অর্থ বৎসরের প্রস্তাবিত উক্ত খসড়া বাজেটে বর্ণিত অন্যান্য আয়-ব্যয়ের বিভিন্ন দিক/খাত সমূহ মাননীয় চেয়ারম্যান সাহেব সভায় উপস্থাপন করেন। জনস্বার্থে উক্ত বাজেট প্রণীত হওয়ার সর্বসম্মতিক্রমে অনুমোদনেরন জন্য কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করার সিধান্ত গৃহীত হয়। 

অত্র সভায় প্রণীত উক্ত ২০২৩-২০২৪ খ্রিঃ অর্থ বৎসরের খসড়া বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র উন্মূক্ত সভার পক্ষ হইতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করা হইল। সর্বশেষ সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



 

বাজেট সার-সংক্ষেপ

অর্থ বৎসরঃ ২০২৩-২০২৪

  

প্রাপ্তির বিবরণ

পূর্ববর্তী বৎসরের প্রকৃত বাজেট

(২০২০-২০২১)

চলতি বৎসরে বাজেট বা চলতি বৎসরের সংশোধিত বাজেট (২০২১-২০২২)

পরবর্তী বৎসরের বাজেট(২০২২-২০২৩)

অংশ-১

রাজস্ব হিসাব প্রাপ্তি





রাজস্ব

৮০৭৫১১.০০

৩১৪৭৩৫.০০

২৩৩০৭৫৩.০০


অনুদান

            ০

            ০

               ০


মোট প্রাপ্তি

৮০৭৫১১.০০

৩১৪৭৩৫.০০

২৩৩০৭৫৩.০০


বাদঃ রাজস্ব ব্যয়

৬৫৮৭৫৯.০০

৩০৮২৬৫.০০

২৩০০৬০০.০০


রাজস্ব উদ্বৃত্ত/ঘাটতি(ক)

১৪৮৭৫২.০০

৪৪৭০.০০

২৯১৫৩.০০

অংশ-২

উন্নয়ন হিসাব





উন্নয়ন অনুদান

৯২৩৬৬৩২.০০

১০৩১৭১০৯.০০

১৫১৭২৫০০.০০


অন্যান্য অনুদান ও চাঁদা ভাতা


মোট(খ)

৯২৩৬৬৩২.০০

১০৩১৭১০৯.০০

১৫১৭২৫০০.০০


মোট প্রাপ্ত সম্পদ(ক+খ)

     ১৪৮৭৫২

         ৪৪৭০

২৯১৫৩


বাদঃ উন্নয়ন ব্যয়

৯২৩৬৬৩২.০০

১০৩১৭১০৯.০০

১৫১৭২৫০০.০০


সার্বিক বাজেট উদ্বৃত্ত/ঘাটতি

     ১৪৮৭৫২.০০

         ৪৪৭০.০০

২৯১৫৩.০০


যোগঃ প্রারম্ভিক জের

(১ জুলাই-সমাপ্তি জের)

     ১৪৮৭৫২.০০

         ৪৪৭০.০০

২৯১৫৩.০০



     ১৪৮৭৫২.০০

         ৪৪৭০.০০

২৯১৫৩.০০



 

উন্মুক্ত বাজেট সভায় উপস্থিতি সম্মানিত ব্যক্তিবর্গের তালিকাঃ

পরিশিষ্ট(ক)

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

০১

মোঃ আরিফুল ইসলাম

ইউপি চেয়ারম্যান

স্বাক্ষরিত

০২

মোসাঃ মরিয়ম বেগম

ইউপি মহিলা সদস্য

স্বাক্ষরিত

০৩

মোসাঃ আফরোজা আক্তার

ইউপি মহিলা সদস্য

স্বাক্ষরিত

০৪

মোসাঃ হনুফা বেগম

ইউপি মহিলা সদস্য

স্বাক্ষরিত

০৫

মোঃ জাকির হোসেন

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৬

মোঃ নবি হোসেন

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৭

মোঃ তাহজীবুল ইসলাম সৌরভ

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৮

আঃ রশিদ

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৯

মোঃ জুলহাস ভূইয়া

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১০

মঞ্জুর সরকার

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১১

মোঃ মাসুম সরকার

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১২

আবু হানিফ

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১৩

মোঃ হক সাব

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১৪

ডাঃ ছাইদুল হক

স্বাস্থ্য কর্মী

স্বাক্ষরিত

১৫

কাজী মাকসুদ

এফডব্লিইব

স্বাক্ষরিত

১৬

নাছিমা বেগম

শিক্ষীকা

স্বাক্ষরিত

১৭

স্বপন চন্দ্র

এনজিও প্রতিনিধি

স্বাক্ষরিত

১৮

মিজানুর রহমান

আনসার ভিডিপি

স্বাক্ষরিত

১৯

কবির হোসেন

কৃষিজীবি

স্বাক্ষরিত

২০

বিল্লাল হোসেন

মৎস্যজীবি

স্বাক্ষরিত

২১

আনোয়ারুল হক

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

২২

শাহাজাদা মিয়া

মুক্তিযোদ্ধা কর্মকর্তা

স্বাক্ষরিত

২৩

মোঃ রোস্তম আলী

স্কুল শিক্ষক

স্বাক্ষরিত

২৪

মোজাম্মেল হক

স্কুল শিক্ষক

স্বাক্ষরিত

২৫

আঃ মোতালিব

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

২৬

মোঃ মাহাবুর রহমান

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

২৭

তোফাজ্জল হোসেন প্রধান

সমাজ সেবক

স্বাক্ষরিত

২৮

রুহুল আমিন রতন

সমাজ সেবক

স্বাক্ষরিত

২৯

আঃ মতিন ভূইয়া

সাবেক ভিপি

স্বাক্ষরিত

৩০

মোঃ জাকির হোসেন

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

৩১

মোঃ কবির হোসেন

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

৩২

মোঃ শাহিন

গন্যমান্য ব্যক্তি

স্বাক্ষরিত

৩৩

মোঃ আব্দুস সাত্তার ভূইয়া

সদস্য সচিব

স্বাক্ষরিত