Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

কথিত আছে যে, মোঘল আমলে সোনার গাঁ এর স্বাধীন সুলতান গিয়াস উদ্দীন আযম শাহ মোঘল আক্রমন প্রতিহত করতে বর্তমানের আড়াইহাজারের কোন এক গোপন দূর্গে স্থায়ীভাবে আড়াই হাজার সৈন্য মোতায়েন রাখতেন। পরবর্তী সময়ে ১৯১০ইং সনের পর বৃহৎ রূপগঞ্জ থানা থেকে আলাদা হয়ে চলে আসার সময় সৈন্য মোতায়েন রাখার এ স্থানটিকেই  থানা কার্যালয় হিসাবে বেছেনেওয়া হয়। সে থেকেই থানাটিকে আড়াইহাজার থানা নামকরণ করা হয়।


    আড়াইহাজার থানার ১২টি ইউনিয়নের মধ্যে ১১নং ইউনিয়ন-ই হলো খাগকান্দা ইউনিয়ন যদিও ইউনিয়নটি থানার   একেবারে পূর্ব দক্ষিন প্রান্তে অবস্থিত।খাগকান্দা ইউনিয়ন এর পূর্বাংশে কালাপাহাড়িয়া,দক্ষিন পশ্চিমাংশে বারদী,  পশ্চিম উত্তরাংশে উচিতপুরা এবং উত্তর পুর্বাংশে বিশনন্দী ইউনিয়ন অবস্থিত।তথাপি উহার ভৌগলিক অবস্থানটা  অত্যান্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গ থেকে প্রবাহিত সর্ববৃহৎ মেঘনা নদী আষুগঞ্জ ভৈরব হয়ে খাগকান্দা ইউনিয়নের পূর্বপাশ দিয়েসোঁনার গাঁহয়ে পদ্মানদীতে সংযোক্ত। এ নদী দিয়ে প্রতিদিন অসংখ্য নৌকা,ট্রলার,লঞ্চ ও স্টীমার যাতায়ত করে। ব্রিটিশ আমল থেকেই খাগকান্দা বৃহৎ লঞ্চঘাটও ঐতিহ্যবাহী পুলিশ ফারী অবস্থিত। খাগকান্দা লঞ্চগাট   থেকে প্রায় প্রত্যেকটি গ্রামেরই সড়ক পথ সংযোক্ত।খাগকান্দা ইউনিয়নের পশ্চিম উত্তরাংশে লক্ষীপুরা-উচিতপুরা খেয়াঘাট হয়ে সড়ক  পথে আড়াইহাজার থানা সংযোক্ত।শুধুমাত্র দক্ষিন পশ্চিমাংশে কাকাইল মোড়া- শান্তির বাজার খেয়াঘাট হয়ে সোঁনার গাঁ থানা সংযুক্ত।প্রবাহমান সর্ববৃহৎ মেঘনা নদীর পশ্চিমাংশে খাগকান্দা ইউনিয়নটি অবস্থিত। মেঘনা নদীর একটি শাখা খাগকান্দা গ্রামের উত্তর পাশদিয়ে প্রবাহিত হয়ে  উচিতপুরা,জাঙ্গালিয়া ,চম্পকনগর ও শান্তির বাজার হয়ে সোঁনার গাঁয়ের পূর্বাংশ ঘেসে মেঘনা নদীতে সংযোক্ত হয়।মেঘনা নদীও  শাখানদীর বেষ্টনি দ্বারা এই ইউনিয়নের সীমানা নির্ধারন করা হয়।তাই এই ইউনিয়নকে একটি ছোট দ্বীপ বলা চলে। বর্তমানে পশ্চিমাংশে পাঁচানী-জাঙ্গালিয়া খেয়াঘাটও পশ্চিমউত্তরাংশে লক্ষীপুরা-উচিতপুরা খেয়াঘাটে পরপর  দুইটি পাকাব্রীজ নির্মানে এবং পাকা রাস্তা যোগে আড়াইহাজার   থানা সংযোক্ত।
    অতএব শুধু মাত্র পশ্চিমাংশে ও পশ্চিম উত্তরাংশে দিয়েই ইহা থানার খাগকান্দা ইউনিয়নের সাথে সংযুক্ত রয়েছে।অতীতের চেয়ে বর্তঅমানে বাহিরে যোগাযোগ ইউনিয়ন বাসির জন্য খুবই সহজ ব্যাপার।

    এই উনিয়নের ৩০টি গ্রামের মধ্যে খাগকান্দা ছিল ব্রিটিশ আমল থেকেই একটি প্রভাবশালী গ্রাম। প্রথম অবস্থায় ইউনিয় বোর্ড গঠনকালে এলাকার সমস্ত কর্তৃত্বই ছিল তাদের হাতে। তাই এই গ্রাম থেকেই ১৯৩৫ সনে মোঃ কালু সরকার ততকালীন শিক্ষিত ভদ্রলোকঅত্র ইউনিয়ন বোর্ডের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন এবং সে অবস্থায় এটির নাম করণকরা হয় খাগকান্দা ইউনিয়ন।